চুয়াডাঙ্গার মোমিনপুর রেলস্টেশনের অদূরে ট্রেনে কেটে মারা গেছে ৩৫টি ছাগল

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার মোমিনপুর রেলস্টেশনের অদূরে নীলমণিগঞ্জ হঠাৎপাড়ায় খুলনা থেকে ছেড়ে আসা রূপসা এক্সপেসে কাটা পড়ে দরিদ্র দু মহিলার ৩৫টি ছাগল মারা গেছে।তারা ছাগল চরাতে যান রেললাইনের পাশে। এ সময় শ্যালোইঞ্জিনচালিত লাটাহাম্বারের শব্দে ছাগলগুলোরেললাইনেরওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় ট্রেনে কেটে ছাগলগুলো মারা যায়। ছাগল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেনতারা। সান্ত্বনা খুঁজে পাচ্ছেন না তারা।

জানা গেছে, গতকাল শুক্রবার বেলা ১১টারদিকে চুয়াডাঙ্গার মোমিনপুর রেলস্টেশনের অদূরে রেললাইনেরপাশে নীলমণিগঞ্জ হঠাৎপাড়ার মৃত শুকুর আলীর স্ত্রী হতদরিদ্র নছিমন (৬৫) ও সিরাজ বাংলার স্ত্রী ফাতেমা (৫৫) সকালে ৪৩টি ছাগল চরাচ্ছিলেন। এ সময় মেঠো রাস্তায় শ্যালোইঞ্জিনচালিত দুটি লাটাহাম্বার নিয়ে যাওয়ার সময় প্রচণ্ড শব্দে ছাগলগুলো লাফিয়ে রেললাইনেরওপর যায়। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা রূপসা এক্সপেস ট্রেন এলে ট্রেনের চাকায় কাটা পড়ে ৩৫টি ছাগল মারা যায়। ভাগ্যক্রমে বেঁচে যায় ৮টি ছাগল। সংবাদ পেয়ে স্থানীয় লোকজন ২টি বড় খাসি ছাগল জবাই করে। রেললাইনের ওপর পড়ে থাকে কাটা পড়া ছাগলগুলো। এর মধ্যে হতদরিদ্র বিধবা করিমনের ২০টি ও দরিদ্র ফাতেমার ১৫টি ছাগল।অপরদিকে একমাত্র অবলম্বন হারিয়ে কান্নায় ভেঙে পড়েন দু মহিলা। তারা কোথাও সান্ত্বনা খুঁজে পাচ্ছেন না।

হতদরিদ্র করিমন ও ফাতেমা জানান, ১১টার দিকে দুটি লাটাহাম্বারের শব্দে ছাগলগুলো চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে। ছাগলগুলোর মূল্য কমপক্ষে ১ লাখ ৫০ হাজার টাকা।