ভ্রাম্যমাণ/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা-মুন্সিপুর সড়কে ছিনতাইকারীরা তাণ্ডব চালিয়েছে। এসময় তারা পথচারীদের বেঁধে রেখে ছিনিয়ে নিয়েছে নগদ টাকাসহ ২টি মোবাইলসেট।
জানাগেছে, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে কার্পাসডাঙ্গা গ্রামের আয়ুব নবীর ছেলে ভাংড়িব্যবসায়ী নবীন (৩৫) ও কুদ্দুস আলীর ছেলে সুমন (২০) মুন্সিপুর থেকে বাড়ি ফিরছিলেন।তারা কার্পাসডাঙ্গা-মুন্সিপুর সড়কের গালকাটি নামক স্থানে পৌঁছুলে ৪/৫ জন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে পার্শ্ববর্তী মাঠে বেঁধে নগদ টাকা ও ২টি মোবাইলসেট নিয়ে পালিয়ে যায়। পরে তাদের চিৎকারে গ্রামবাসী নবীন ও সুমনকে উদ্ধার করে।