আল-কায়েদা সম্পর্কে সরকার সতর্ক : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার: আল-কায়েদা ও জঙ্গিগোষ্ঠী সম্পর্কে সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সতর্ক বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল শুক্রবার সকালে রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টরে জামেআতুস সাহারামাদরাসা মাঠে আলোচনাসভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশইউনাইটেড ইসলামী পার্টির ঢাকা মহানগর কমিটি এ সভার আয়োজন করে।আল-কায়েদার প্রধান আয়মান আল জাওয়াহিরির ঘোষণা নিয়ে বিভিন্নগণমাধ্যমে প্রকাশিত খবরের কথা উল্লেখ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সেদিকে আমাদের কঠোর নজর আছে। এ ধরনের কোনো কিছুকেই আমরা অবহেলা করছি না।এসবের সত্যতা ও গুরুত্ব কতোটুকু সেটি আমরা খতিয়ে দেখবো। এখন পর্যন্ত সবকিছুআমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে।একাধিক বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক নুরুলইসলাম ফারুকী হত্যাকাণ্ড প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেন, এহত্যাকাণ্ডের তদন্ত চলছে, তদন্ত শেষ হলে সবকিছু বলা যাবে।