একে খন্দকারের বই বাজেয়াপ্তের বিপক্ষে অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধের উপ সেনাপতি সাবেক পরিকল্পনা মন্ত্রী একে খন্দকারের বই বাজেয়াপ্ত করার পক্ষে নন অর্থমন্ত্রী আবুল মাল আবদুলমুহিত। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর পাবলিক লাইব্রেরি চত্বরে মহানগর বইউৎসব-২০১৪’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, গতকাল সংসদে একটা দাবি উঠেছে, আমি শক্তভাবে ওই বক্তব্য প্রত্যাখ্যান করি।যতো বাজেই হোক কোনো বই বাজেয়াপ্ত করা আমি সমর্থন করি না। কোনো বইয়ের প্রতিঘৃণা প্রকাশ বা ভিন্নমত প্রকাশ করতে চাইলে আরেকটি বই প্রকাশের পরামর্শ দেনতিনি। এসময় গ্রমাঞ্চলেও বই মেলার আয়োজন করা দরকার বলে মন্তব্য করে মন্ত্রী।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপকশামসুজ্জামান খান। বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ড. রণজিৎ কুমারবিশ্বাস, পাবলিক লাইব্রেরির মহাপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান ও বাংলাদেশজ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি।