নেদারল্যান্ডকে ২-০ গোলে হারালো ইতালি

 

মাথাভাঙ্গা মনিটর: প্রথমদশ মিনিটেই দু গোল আদায় করে নিয়ে নেদারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলের জয়পেলো ইতালি। প্রীতি ম্যাচে ইতালির হয়ে গোল দুটি করেন চিরো ইম্মোবিলে ওদানিয়েল দে রসিস। গত বৃহস্পতিবার রাতে বারির স্তাদিও নিকোলায় অনুষ্ঠিতএ ম্যাচের প্রথম দশ মিনিটেই ম্যাচ থেকে ছিটকে যায় নেদারল্যান্ড। খেলাশুরুর কিছুক্ষণের মধ্যেই এগিয়ে যায় ইতালি। মাত্র তিন মিনিটের মাথায় ইতালিরহয়ে প্রথম গোলটি করেন ইম্মেবিলে।

এরপর খেলার নবম মিনিটে সবচেয়ে বড়ধাক্কাটা খায় ডাচরা। পোর্তোর সেন্টার-বাক ব্রুনো মার্টিনস প্রতিপক্ষেরখেলোয়াড়কে ডি বক্সের ভেতর ফেলে দিলে তাকে সরাসরি লালকার্ড দেখান রেফারি।পাশাপাশি পেলান্টি বাঁশি বাজান দায়িত্বরত রেফারি। ম্যাচের দশম মিনিটেপেলান্টি থেকে গোল করে ইতালিকে আবারো এগিয়ে নেন দে রস্সি।এরপর দশজনের দল নিয়ে ম্যাচে আর ফিরতে পারেননি ডাচরা।

ম্যাচের শেষ দিকে গোল সংখ্যাবাড়াতে আক্রমণের ধার বাড়ায় ইতালি। সুযোগও পেয়ে যায়। কিন্তু ফরোয়ার্ডদেরব্যর্থতায় গোল সংখ্যা বাড়াতে সক্ষম হননি ইতালিয়ানরা। শেষ পর্যন্ত ২-০ গোলেরজয় নিয়েই মাঠ ছাড়ে গাস হিডিংকের শিষ্যদের।