স্টাফ রিপোর্টার: একাধিক অভিযোগে অভিযুক্ত চুয়াডাঙ্গার রিকোনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে আবাসিক হোটেল অবসরের সামনে থেকে গ্রেফতার করে চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির পুলিশ।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা শেখপাড়ার সেলিমের ছেলে রিকোন। সে নারী ও শিশু নির্যাতন মামলা আসামি। একই সাথে তার বিরুদ্ধে ঢাকায় মাদক মামলায় ওয়ারেন্ট রয়েছে। সেসময় সে নিজের নাম গোপন করে রাজু আহমেদ বলে। শুক্রবার বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল খায়ের গোপন সংবাদের ভিত্তিতে আবাসিক হোটেল অবসরের সামনে থেকে গ্রেফতার করেন।