গাংনীস্থ র‌্যাবের পৃথক অভিযানে মদ ও হেরোইন উদ্ধার :আটক১

 

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীস্থ র‌্যাব ক্যাম্পের পৃথক দুটি গতকাল বৃহস্পতিবার গাংনীর বামন্দী থেকে ১৮ গ্রাম হেরোইনসহ মাদকব্যবসায়ী অঞ্জলি খাতুনকে (৪০) আটক ও চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে পরিত্যক্ত অবস্থায় ৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ গাংনী ক্যাম্পসূত্রে জানা গেছে, বামন্দীর মৃত বুলুর স্ত্রী অঞ্জলি খাতুন একজন মাদকসম্রাজ্ঞী হিসেবে পরিচিত। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে ক্যাম্প কমান্ডার এএসপি নূরুজ্জামানের নেতৃত্বে অঞ্জলীর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় হেরোইন বিক্রিকালে হাতেনাতে অঞ্জলিকে আটক করা হয়। তার নামে মামলাসহ গতরাতেই গাংনী থানায় সোপর্দ করা হয়।

অপরদিকে গতকাল বেলা সাড়ে তিনটার দিকে দামুড়হুদা উপজেলার হুদাপাড়ার গ্রামের জনৈক মাজেদ আলীর বাড়ির পার্শ্ববর্তী পুকুরপাড়ে অভিযান চালানো হয়। এসময় পরিত্যক্ত অবস্থায় ৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। মাদকব্যবসায়ীরা এগুলো বিক্রির উদ্দেশে ওই পুকুরপাড়ে রেখেছিলো। এ ঘটনায় কেউ আটক হয়নি।