ভারতীয় শাখা খোলার ঘোষণা জাওয়াহিরির : ভারতে উচ্চ সতর্কতা
স্টাফ রিপোর্টার: এবার আন্তর্জাতিক জঙ্গি ও সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার টার্গেট বাংলাদেশ।গত বুধবার অনলাইনে পোস্ট করা এক ভিডিওবার্তায় এ ঘোষণা দিয়েছেন আল কায়েদাপ্রধান আয়মান আল জাওয়াহিরি। তার এ ঘোষণার মধ্যদিয়ে আফগানিস্তান, পাকিস্তান ও ভারতে জঙ্গি হামলার পর আল কায়েদার টার্গেটে পরিণত হলো বাংলাদেশ।এর আগে গত ফেব্রুয়ারিতে আল কায়েদাপ্রধান আয়মান আল জাওয়াহিরির ভিডিওইন্টারনেটে ছাড়া হয়। তখন জাওয়াহিরির এ ভিডিও ইন্টারনেটে ছাড়ার অভিযোগেগ্রেফতার করা হয় জামায়াত-শিবিরের ওয়েবসাইট বাঁশের কেল্লার পেজ এডমিনরাসেল বিন সাত্তারকে। রাসেলকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শেষে রাষ্ট্রদ্রোহ ওতথ্যপ্রযুক্তি আইনে দায়ের মামলা এখন বিচারাধীন। বিএনপি-জামায়াত জোট সরকারক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের প্রখ্যাত টাইম ম্যাগাজিনে২০০২ সালের ২০অক্টোবরে ডেডলি কার্গো-বাংলাদেশ হ্যাজ বিকাম এ সেফ হেভেন ফর আল কায়েদাপ্রকাশিত নিবন্ধে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ও জঙ্গি সংগঠনেরপ্রতিষ্ঠাতা প্রধান ওসামা বিন লাদেন ও আয়মান আল জাওয়াহিরি ছদ্মবেশেবাংলাদেশের চট্টগ্রামে সফর করেছেন। এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীআসাদুজ্জামান খান কামাল জাওয়াহিরির ভিডিও প্রকাশের প্রতিক্রিয়ায় বলেছেন, সরকার বিচলিত নয়, জঙ্গিবাদ দমনে কঠোর অবস্থানে আছে সরকার।
জিহাদেরআহ্বান: জিহাদিস্ট শিরোনামে আরবি ও উর্দু ভাষায় দেয়া ওই ভিডিও বার্তায়আয়মান আল জাওয়াহিরি মুসলমানদের জিহাদে যাওয়ার গুরুত্ব তুলে ধরেন। তিনিবলেন, নিজেদের ভূমি মুক্ত করতে, এর সার্বভৌমত্ব ফিরিয়ে আনতে এবং খিলাফতপুনঃপ্রতিষ্ঠা করতে শত্রুদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। ভারতীয় উপমহাদেশেওইসলামী শাসনের প্রসার জরুরি বলে উল্লেখ করেন জাওয়াহিরি। ভারতীয় শাখা গঠনেরঘোষণা দিয়ে তিনি বলেন, এ শাখা কৃত্রিম সীমানা ধ্বংস করে এ অঞ্চলেরমুসলমানদের একীভূত করবে। এ শীর্ষ আল কায়দা নেতা বলেন, এখন এ অঞ্চলেরমুসলমানদের মধ্যে কোনো একীভূত সত্তা নেই। মুজাহিদিনদের দুবছরের চেষ্টায় একসত্তা তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আল কায়দা প্রতিষ্ঠাতা ওসামাবিন লাদেন মুসলমানদের এক সত্তা গড়ে তোলার এ আহ্বানই জানিয়েছিলেন বলে উল্লেখকরেন জাওয়াহিরি। বর্তমানে আফগানিস্তান ও পাকিস্তানে আল কায়দা সক্রিয়রয়েছে। এ দু স্থানে নেতৃত্ব দানকারী মোল্লা মুহাম্মদ উমর ও অসিম উমরেরভূয়সী প্রশংসাও করেন তিনি।
টেরোরিজম মনিটরিং গ্রুপ এসআইটিই ভিডিওবার্তাটি জিহাদিস্ট অনলাইন ফোরামে আপলোড করে। এটি আল কায়দার সহযোগীপ্রতিষ্ঠান আস-সাহাব মিডিয়া ফাউন্ডেশনে তৈরি বলে ধারণা করা হচ্ছে।
আইএসেরসাথে পাল্লা: ভারতীয় উপমহাদেশে আল কায়দার শাখা গঠনের এ ঘোষণাকেমধ্যপ্রাচ্যে মাথাচাড়া দিয়ে ওঠা ইসলামিক স্টেটের (আইএস) সাথে পাল্লা দিয়েকর্মী টানার চেষ্টা হিসেবে দেখছেন সন্ত্রাস দমন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ইরাক ও সিরিয়া সীমান্তজুড়ে বিস্তৃত এলাকা নিয়ন্ত্রণে নিয়ে আইএসের খেলাফতপ্রতিষ্ঠার ঘোষণা বিশ্বব্যাপি ধর্মীয় উগ্রপন্থি তরুণদের নাড়া দিয়েছে- এমনটিমনে করে আল কায়দার প্রবীণ নেতারা ফের আলোচনার কেন্দ্রে আসতে চান।
আলকায়দা আইএসের সাথে পাল্লা দিতে পারছে না। সুতরাং আন্তর্জাতিক ইসলামীজঙ্গিবাদের নেতৃত্ব টিকিয়ে রাখা আল কায়দার জন্য এখন চ্যালেঞ্জ হয়েদাঁড়িয়েছে। তাই তারা নতুন নতুন এলাকায় শাখা খুলে তাদের আওতা বৃদ্ধি করতেচাইছে।গোয়েন্দা সূত্রগুলো বলছে, ভিডিও বার্তায় উল্লিখিত বাংলাদেশ, আসাম, গুজরাট, আহমেদাবাদ এবং মিয়ানমার এলাকা সাম্প্রদায়িকভাবে খুবইস্পর্শকাতর। আর এ এলাকার প্রগতিবাদী যুবকদের ওপর আক্রমণ করতেই আল কায়দা এনকশা করেছে।
২০১৩ সালে আল কায়দা ভেঙেই আইএসের জন্ম হয়। যাদের অনুসারীপ্রধানত বিভিন্ন দেশের যুবকরা। ওই বছর সিরিয়ায় আল কায়দার বিস্তার নিয়েজাওয়াহিরির সাথে ভিন্নমত থাকায় একদল যুবক আল কায়দা থেকে বের হয়ে আইএসপ্রতিষ্ঠা করে।
গুরুত্বের সাথে দেখছে সরকার: স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে নিজকক্ষে সাংবাদিকদের বলেন, জাওয়াহিরির ভিডিও বার্তা প্রকাশের পর ভারতেরেড অ্যালার্ট জারি করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরাও বিষয়টিসিরিয়াসলি নিচ্ছি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভিডিও কোথা থেকে কিভাবেএলো তা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। এরপর দুএকদিনের মধ্যে বিষয়টি নিয়েআমরা আলাপ-আলোচনা করবো।
ভিডিও বার্তার সত্যতা দেখতে হবে:জাওয়াহিরির ভিডিওবার্তার সত্যতা খতিয়ে দেখতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নএরই মধ্যে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালককর্নেল জিয়াউল আহসান। তিনি বলেন, বিষয়টি আমরা জেনেছি, র্যাব সতর্ক রয়েছে।বার্তাটি খতিয়ে দেখতে র্যাব কাজ শুরু করেছে।
র্যাবের আইন ও গণমাধ্যমশাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, জঙ্গি ও সন্ত্রাসেরবিরুদ্ধে র্যাব কঠোর মনোভাব নিয়ে কাজ করে। এ বিষয়টিও গভীরভাবে খতিয়ে দেখাহচ্ছে। তবে এর আগে আল কায়দার নামে বাংলাদেশি যুবক হুমকি প্রচার করেছিলোঅনলাইনে। ফেব্রুয়ারি মাসে তাকে গ্রেফতার করা হয়।
ভারতে সতর্কতা:জাওয়াহিরির ঘোষণার পর ভারত কয়েকটি রাজ্যে সতর্কতা জারি করেছে। দেশটিরস্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিঙের সাথে আলোচনার পর নিরাপত্তা ব্রিফিঙেঊর্ধ্বতন এক কর্মকর্তা একথা বলেন। তিনি জানান, বিষয়টি খুবই গুরুত্বের সাথেনেয়া হয়েছে এবং সতর্ক সংকেতও দেয়া হয়েছে।
ভারতের অভ্যন্তরে জঙ্গিতৎপরতা এবং পাকিস্তানের মাটি থেকে ভারতে সন্ত্রাসী তৎপরতার কারণে দেশটিরনিরাপত্তাবাহিনী সাধারণত সতর্ক থাকেই। এর মধ্যে আল কায়দার হুমকি মোকাবেলায়বাড়তি কী সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হচ্ছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট জানাযায়নি। এখন পর্যন্ত ভারতে আল কায়দার উপস্থিতির কোনো প্রমাণও পাওয়া যায়নি।
বার্তায়দুবার ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটের নামউল্লেখ করা হয়েছে। ইসলামিক দলগুলোর জন্য হামলার লক্ষ্য হচ্ছেন কট্টর হিন্দুজাতীয়তাবাদী নেতা মোদি। ২০০২ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালে হিন্দুমুসলিম দাঙ্গা ঠেকানো নিয়ে মোদি তীব্র সমালোচনার শিকার হওয়ার কারণে তাকেঘৃণার চোখেই দেখে ইসলামিক দলগুলো।