ঘোলদাড়ি প্রতিনিধি: আলমডাঙ্গার জোড়গাছা গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবে মানসিক প্রতিবন্ধীর করুণ মৃত্য হয়েছে। গতকালই গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।গ্রামসূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়নের জোড়গাছা গ্রামের মাঝেরপাড়ার মৃত আত্তাপ আলীর ছেলে মানসিক প্রতিবন্ধী সাবান (৪৫) বাড়ির পাশে পুকুর পাড়ে যায়। এ সময় পানিতে পড়ে গিয়ে তার করুণ মৃত্যু হয়। গ্রামের কয়েকজন ব্যক্তি লাশ ভাসতে দেখে তার পারিবারের লোকজনদের খরব দেয়। সংবাদ পেয়ে পরিবারের লোকজন লাশ উদ্ধার করে। গতকালই বেলা ৩টার দিকে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন হয়।