দামুড়হুদায় ৩ কেজি রুপা আটক

 

দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া পাকা রাস্তা থেকে ৩ কেজি ভারতীয় রুপা আটক করেছে চুয়াডাঙ্গাস্থ-৬বর্ডারগাড বিজিবির সমন্বয়ে গঠিত টাস্কফোর্স। গতকালবুধবার সকাল ৮টার দিকে এগুলো আটক করা হয়।

বিজিবি জানায়, গতকাল বুধবার সকালে চুয়াডাঙ্গাস্থ-৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক আনোয়ার জাহিদের নির্দেশে সুলতানপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার আশাদুল করিম গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের সমন্বয়ে টাস্কফোর্সের মাধ্যমে সীমান্তবর্তী সুলতানপুর গ্রামের ছয়ঘরিয়া পাঁকা রাস্তার ওপর একটি বাইসাইকেলের গতিরোধ করা হয়। এসময় বাইসাইকেলচালক বিজিবির উপস্থিতি টেরপেয়ে বাইসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি বাইসাইকেলে উদ্ধার করে।সাইকেলে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ২০১ ভরি ১২ আনা (৩ কেজি) ভারতীয় রুপা আটক করতে সক্ষম হয় বিজিজি। আটককৃত রুপার আনুমানিক মূল্য ৪লাখ ৩হাজার ৫শ টাকা বলে জানিয়েছে বিজিবি। চুয়াডাস্থা-৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক আনোয়ার জাহিদ রুপা আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।