আইএস’কে ধ্বংস করবো : ওবামা

 

মাথাভাঙ্গা মনিটর: আরেক মার্কিন সাংবাদিকের শিরশ্ছেদের ভিডিওপ্রকাশের পর ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের ধ্বংস করার সংকল্প জানানদিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।তিনি বলেন, মার্কিন নাগরিকদের শিরশ্ছেদ করে যুক্তরাষ্ট্রকে ভয়দেখানো যাবে না। মধ্যপ্রাচ্যে আইএস এর শক্তি নিঃশেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রলড়ে যাবে।গতমাসে মধ্যপ্রাচ্যের আইএস জঙ্গিরা জেমস ফোলি নামের একমার্কিন সাংবাদিকের শিরশ্ছেদের ভিডিও প্রকাশের পর চলতি সপ্তায় গত মঙ্গলবার স্টিভেনসলোফের শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করে।ভিডিওটিতে এক ব্রিটিশ নাগরিককেও হত্যার হুমকিদেয় আইএস।এর প্রতিক্রিয়ায় ওবামা বলেন, যু্ক্তরাষ্ট্রকে ভয় দেখাতে আইএস’র এধরনের কাজ ভুলএবং তা বিশ্বব্যাপি সমমনা মানুষকে আরো সংগঠিতকরবে।ইরাকে আইএস এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযানের প্রতিশোধ নিতেমার্কিনিদের শিরশ্ছেদ করা হচ্ছে বলে জঙ্গিদের দাবি।তাদেরকে হুঁশিয়ার করেওবামা এস্তোনিয়া সফরকালে দেয়া বক্তব্যে বলেছেন, আমাদের হাত অনেক লম্বা, এ ঘটনারসুবিচার হবেই।সলোফ এর শিরশ্ছেদ করার ভিডিওটি’র সত্যতা নিশ্চিত করেছেযুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিল বা এনএসসি। কাউন্সিলের মুখপাত্র কেটলিনহাইডেন ভিডিওটি প্রকাশের একদিন পর গতকাল বুধবার সাংবাদিকদের কাছে এর সত্যতা নিশ্চিতকরেন।