মেহেরপুর অফিস: সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সেলিনা আখতার বানুর মেহেরপুর শহরের বাস ভবনে দিন-দুপুরে দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে তালা ভেঙে চোরচক্র সাড়ে ১০ ভরি সোনার গয়না লুটে নেয়। এঘটনায় সন্দেহভাজন হিসেবে মেহেরপুর শহরের মল্লিকপাড়ার রানা মিয়া (২৫) ও গোরস্তানপাড়ার ওয়াসিমকে (২৬) আটক করেছে পুলিশ।
মহিলা এমপি সেলিনা আখতার বানু জানান, সকালে তার বাড়ির লোকজন বাইরে গেলে চোরচক্র হানা দেয়। চোরচক্র বাড়ির গ্রিল ভাঙে এবং তার শয়নকক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় তারা সাড়ে ১০ ভরি সোনার গয়না লুট করে পালিয়ে যায়।
এদিকে খবর পেয়ে মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) ফরিদ হোসেন, সদর থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আটক সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের পাশপাশি গ্রেফতার অভিযান চলছে বলে জানিয়েছেন মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ।