বিনিময়ের জমি বিক্রি ঠেকাতে গিয়ে ক্রেতাদের হামলায় আহত দুধপাথিলার এক যুবক

 

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদা হাউলীর দুধপাতিলা গ্রামের মতিয়ারকে (২৬) দামুড়হুদা ভূমি রেজিস্ট্রার অফিসের অদূরে মারপিট করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে তাকে মারধর করা হয়। মতিয়ারকে চুয়াডাঙ্গা সদর হাসপতালে ভর্তি করা হয়েছে।

মৃত মোবারক আলীর ছেলে মতিয়ার ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেছে, আমার পিতা মোবারক যখন বেঁচে ছিলেন তখন গ্রামের অপরপাড়ার ছাদেক আলীর সাথে জমি বিনিময় করে বাড়ি নির্মাণ করেন। সেই জমি ছাদেক আলীর তিন ছেলে বিক্রি করে দিচ্ছেন শুনে কাগজ নিয়ে দামুড়হুদা রেজিস্ট্রি অফিসে এসেছিলাম। আমাকে দেখে জমি ক্রেতা আমাদের গ্রামেরই আশরাফুল, সাইফুল ও শরিফুল ধরে মারপিট করে।