জীবননগর ব্যুরো: স্বামীসহ গ্রামের কয়েকজন মাতবরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের মামলা করে বিপাকে পড়েছেন জীবননগর উপজেলার গোয়ালপাড়ার গৃহবধূ শাবানা (৩৫)। এ মামলা তুলে নিতে যৌতুকলোভী স্বামীসহ অভিযোগকারীদের অব্যাহত হুমকির মুখে তিনি এখন দিশেহারা বলে অভিযোগ।
জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের জুলহাসের স্ত্রী শাবানার অভিযোগ, গত ৫ আগস্ট যৌতুকের দাবিতে স্বামী জুলহাস তাকে গ্রামের মাতবর হালসানার ছেলে রবিউল ইসলাম, কাছেদের ছেলে সেকেন্দার ও মহাম্মদ আলীর ছেলে রাজ্জাকের সহযোগিতায় ধরে নিয়ে যায় গ্রামের একটি ক্লাবঘরে। সেসময় সেখানে তার ওপর দফায় দফায় নির্যাতন চালানো হয়। নির্যাতনের একপর্যায়ে তাকে শ্লীলতাহানি ঘটানো হয়। এ নির্যাতনের ফলে মারাত্মক অসুস্থ হয়ে শাবানা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন। গত ১০ আগস্ট শাবানা অভিযুক্তদের আসামি করে চুয়াডাঙ্গা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। এ মামলা দায়েরের খবর পেয়ে স্বামী জুলহাসসহ আসামিরা তাকে মামলা তুলে নেয়ার জন্য অব্যাহতভাবে হুমকি দিয়ে আসছে। এ হুমকির ফলে শাবানা দিশেহারা হয়ে পড়েছেন বলে অভিযোগ করেন।