ইতালি প্রবাসী আলমগীর হোসেনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান শুরু

 

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ফার্মপাড়ার সন্তান ইতালি প্রবাসী আলমগীর হোসেন আলমের উদ্যোগে চুয়াডাঙ্গার ফার্মপাড়া, হকপাড়া ও হাসপাতালপাড়া এলাকার প্রতিবাড়ি থেকে জমানো ময়লা উত্তোলন করে শহরের বাইরে অপসারণ করার কার্যক্রম শুরু হয়েছে। এর জন্য নিজ খরচে একটি একটনে ট্রাক ও বেশ কয়েকজন লেবার এবং লোকবল নিয়োগ দিয়েছেন।

গত সোমবার বিকেলে ফার্মপাড়ায় ইতালি প্রবাসী আয়োজক আলমগীর হোসেনের সভাপতিত্বে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মো.সালেহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক কর্মী ব্যাংকার মনিরুজ্জামান মনি,একাত্তর টেলিভিশনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি এমএ মামুন ও হাতেম আলী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পরিবেশ সুরক্ষার মাধ্যমে মানুষ নিরাপদ জীবনযাপন করতে পারে। আলমগীর হোসেন যে তাগিদ নিয়ে এই পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করলেন, একদিন এই কাজের গুরুত্ব ও প্রয়োজনীয়তা এই এলাকার মানুষ বুঝতে পারবে।

উল্লেখ্য, প্রতি বাড়ি থেকে ময়লা সংগ্রহ করার জন্য প্রতি মাসে ২০ টাকা মাসিক সার্ভিস চার্জ প্রদান করতে হবে ময়লা সংগ্রহকারীদেরকে।