জীবননগরের উথলীতে অসম প্রেমের কথোপকথন নিয়ে সরব আলোচনা

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার উথলী গ্রামে কৌশলে মোবাইলে ধারণকৃত অসম প্রেমের কথোপকথন নিয়ে এলাকায় সমালোচনার ঝড় উঠতে শুরু হয়েছে। গত ১৫ দিন ধরে বিষয়টি উথলী গ্রামসহ পার্শ্ববর্তী গ্রামগুলোর চায়ের দোকানে, চৌরাস্তার মোড়ে, পাড়া-মহল্লায় আলোচনা-সমালোচনার খোরাক হয়ে দাঁড়িয়েছে। এদিকে যুবসমাজ অসম প্রেমের ৭ পর্বের কথোপকথন নিজ নিজ মোবাইলের মেমোরি কার্ডে ভরে নিতে কম্পিউটারের দোকানগুলোতে ভিড় করছে।

জানা গেছে, জীবননগর উপজেলার উথলী বাজারের বিশিষ্ট চাতালব্যবসায়ী উথলী গ্রামের বিশ্বাস পাড়ার ৬০ বছরের এক বৃদ্ধ (নামের অদ্য অক্ষর ‘হ’) একই গ্রামের ১২ বছরের এক কিশোরীর সাথে ৬ মাস পূর্বে প্রেমসম্পর্ক গড়ে তোলে। এরপর প্রতিদিনই ওই বৃদ্ধ মোবাইলফোনে কিশোরীর সাথে প্রেমালাপ করে। একপর্যায়ে কিশোরীর প্রেমালাপ কৌশলে মোবাইলে রেকর্ড করে তা কম্পিউটারের দোকানগুলোতে ছড়িয়ে দেয়। বিষয়টি এলাকায় জানাজানি হলে সর্বমহলে তোলপাড় শুরু হয় এবং ওই বৃদ্ধের মেয়েসহ তার আত্মীয়স্বজনরা কিশোরীর বাড়িতে গিয়ে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসে। এছাড়াও ওই বৃদ্ধ সম্প্রতি সেনেরহুদা গ্রামের দাসপাড়ার সংখ্যালঘু সম্প্রদায়ের ১১ বছরের এক কিশোরীকেও অনৈতিক কাজের প্রস্তাব দেয়। এ ঘটনাটিও জানাজানি হলে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা এ ঘটনার তীব্রপ্রতিবাদও করে। কিন্তু ওই বৃদ্ধ এলাকার প্রভাবশালী ব্যক্তি হওয়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ভয় পাচ্ছে। এলাকায় জনশ্রুতি রয়েছে ওই বৃদ্ধ এর আগে নারী কেলেঙ্কারির ঘটনায় একাধিকবার অর্থ দণ্ড দিয়েছেন।