জবিতে প্রতি আসনে লড়বে ৮২ শিক্ষার্থী

 

স্টাফ রিপোর্টার: জগন্নাথবিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া গত রোববার রাতে শেষ হয়েছে। এ বছরবিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদের মোট ২ হাজার ৭৬০টি আসনের বিপরীতে ২ লাখ ২৫হাজার ৯৫৯জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন। সে হিসেবে, প্রতি আসনের বিপরীতে ৮২জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। জবিতে প্রতি আসনে লড়বে ৮২ শিক্ষার্থী

এদিকেবিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে।ঘোষিত তারিখ অনুযায়ী ৫ সেপ্টেম্বর সিইউনিটের, ১২ সেপ্টেম্বর এইউনিটের, ১৩ সেপ্টেম্বর ইইউনিটের, ১৯ সেপ্টেম্বর বিইউনিটের এবং ২৬সেপ্টেম্বর ডিইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকল ভর্তি পরীক্ষাবিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষা কেন্দ্রে মোবাইলফোনবা ইলেকট্রনিক ডিভাইস এবং প্রোগ্রাম করা যায় এরূপ ক্যালকুলেটর আনা নিষেধকরা হয়েছে। ভর্তি সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jnu.ac.bd) পাওয়া যাবে। শিক্ষার্থীরা  http://jnu.teletalk.com.bd অথবা www.jnu.ac.bd ওয়েবসাইটে গিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।