উখিয়াউপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বরখাস্ত

 

স্টাফ রিপোর্টার: কক্সবাজারেরউখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী ও ভাইস চেয়ারম্যানসুলতান মাহমুদ চৌধুরীকে বরখাস্ত করা হয়েছে। উখিয়ার বৌদ্ধ মন্দিরে হামলামামলার অভিযোগপত্রে আসামির তালিকায় তাদের নাম থাকায় ১ সেপ্টেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় বরখাস্ত করে। জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনএর সত্যতা স্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে মামলার অভিযোগপত্র গঠন হওয়ারকারণে বরখাস্ত করা হয়েছে। এ সংক্রান্ত ফ্যাক্স বার্তা উখিয়া উপজেলা পরিষদেরনির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের কাছে পাঠানো হয়েছে।তিনি আরো জানান, তাদেরকে উপজেলা পরিষদ আইন ১৯৯৮ (সংশোধন),সংশোধিত ২০১১ সালের ১৩ (খ) ১ ধারা অনুসারে সাময়িক বরখাস্ত করা হয়েছে।প্রসঙ্গত, সরওয়ার জাহান চৌধুরী উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সুলতান মাহমুদ চৌধুরী সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।এদিকেসরওয়ার জাহান চৌধুরী ও সুলতান মাহমুদ চৌধুরীকে বরখাস্তের প্রতিবাদে সোমবারসন্ধ্যায় তাদের কর্মী সমর্থকরা কক্সবাজার-টেকনাফ সড়কের কোট বাজারে প্রায়ঘণ্টাখানেক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরবর্তীতে অতিরিক্ত পুলিশঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।