চুয়াডাঙ্গায় আন্তঃস্কুল-মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়াপ্রতিযোগিতা ও পুরস্কার বিতরণকালে জেলা প্রশাসক

নিয়মিত খেলাধলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়

 

ক্রীড়া প্রতিবেদক: ‘পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। ফলে লেখাপড়ার একঘেয়েমিতা কাটিয়ে শিক্ষার্থীরা পড়ালেখা করতে পারে।’গতকাল সোমবার বিকেলে ৪৩তম জাতীয় আন্তঃস্কুল-মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়াপ্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। চুয়াডাঙ্গা স্টেডিয়ামে গতকাল জেলা পর্যায়ের ৪৩তম আন্তঃস্কুল-মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়াপ্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার ৪৩তম জাতীয় আন্তঃস্কুল-মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়াপ্রতিযোগিতার চুয়াডাঙ্গা জেলার সম্পাদক খন্দকার রুহুল আমিন। উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া অফিসার আবু জাফর, সদর উপজেলা শিক্ষা অফিসার আ. মতিন, দামুড়হুদা উপজেলা শিক্ষা অফিসার দীনেশ কুমার সাহা, আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা সোহেল আহম্মেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, রাহেলা খাতুন গার্লস একাডেমীর সভাপতি শওকত আলী বিশ্বাসসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও ক্রীড়া শিক্ষকগণ। তিনদিনব্যাপি অনুষ্ঠিত জেলা পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিলো বালক-বালিকাদের হ্যান্ডবল, কাবাডি, ফুটবল ও বালকদের জন্য সাঁতার প্রতিযোগিতা। জেলা পর্যায়ের খেলার সবচেয়ে বড় আকর্ষণ বালকদের ফুটবলে সদর উপজেলার সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলে আলমডাঙ্গা উপজেলার হাড়োকান্দি বলেশ্বরপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এ জয়ের মধ্যদিয়ে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় পর দু’বার চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখালো। এ জয়ের ফলে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক খাইরুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবর আলী, সহকারী শিক্ষক গোলজার হোসেন, মাসুদসহ সকল শিক্ষক ও খেলোয়াড়দের ধন্যবাদ জানান।

এদিকে বালিকাদের ফুটবলে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় রাহেলা খাতুন গার্লস একাডেমী টাইব্রেকারে (১)২-০(১) গোলে জীবননগর উপজেলা থানা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।