আজীবন ভারতে থাকা নিয়ে সংশয়ে তসলিমা

 

মাথাভাঙ্গা মনিটর: বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের ভিসার মেয়দ আরো এক বছর বাড়িয়েছে ভারত সরকার। গতকাল সোমবারএমনটি জানিয়েছেতসলিমার নাসরিনের ভিসার মেয়াদ ২০১৫সালের আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। গত ২ আগস্ট ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীরাজনাথ সিংয়ের সাথে সাক্ষাত করেন তসলিমা। সেখানেই তিনি ভিসার মেয়াদবাড়ানোর অনুরোধ করেন।এরপর বিভিন্ন টিভি চ্যানেলকে দেয়াসাক্ষাতকারে তসলিমা নাসরিন জানান, দীর্ঘমেয়াদে ভারতে থাকার অনুমতি দেয়ায়বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে আশ্বাস দিয়েছেন। আমি তার কাছেকৃতজ্ঞ। তবে দীর্ঘ মেয়াদী কোনো সময় পাননি তিনি। মাত্র এক বছর বাড়লো তারভিসার মেয়াদ।এর আগে ভিসার মেয়াদ শেষ হলে ৫১ বছর বয়সী এ বিতর্কিতলেখিকাকে দু মাস ভারতে থাকার অনুমতি দেয়া হয়েছিলো। যা গত ১ আগস্ট থেকেকার্যকর ছিলো।তবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সাথেসাক্ষাতের পর গত ৭ আগস্ট তসলিমা জানিয়েছিলেন, বাংলাদেশ নয় আজীবন ভারতেইথাকতে চান তিনি। তাই ভিসার মেয়াদ মাত্র এক বছর বাড়ার সংবাদ তার জন্য খুবএকটা সুখকর হবেনা। বরং আবারো এক বছর পর তাকে এ নিয়ে উদ্বিগ্ন থাকতে হবে।আজীবন ভারতে থাকার অভিপ্রায় এখন সংশয়ে পরিণত হয়েছে।