স্টাফ রিপোর্টার: চলতি বছর আইনপেশায় ২০ বছর পূর্ণ করেছেন চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির ১৫ আইনজীবী। ২০ বছর পূর্তি উপলক্ষে নানা কর্মসূচির উদ্যোগ নিয়েছেন ওই ১৫ আইনজীবী। এ উপলক্ষে গতকাল সোমবার বেলা ২টায় জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্তক্রমে কর্মসূচির মধ্যে রয়েছে ৱ্যালি, আলোচনাসভা, স্যুভেনির প্রকাশ প্রভৃতি। আগামী ১৬ অক্টোবর জেলা আইনজীবী সমিতি ভবনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আইনপেশায় ২০ বছর পূর্ণ করা আইনজীবীরা হলেন-মনজুর হোসেন, রফিকুল আলম রান্টু, মানোয়ারুল ইসলাম জোয়ার্দ্দার, আশরাফুল ইসলাম খোকন, গিয়াস উদ্দিন, সিরাজুল ইসলাম (২), সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম, মানিক আকবর, বেলাল হোসেন, আব্দুল খালেক, মোর্তাজান হোসেন, ইমতিয়াজ আহমেদ উজ্জ্বল, এসএম সাইদুজ্জামান গনি টোটন, ইউনুছ আলী (২) ও হাসানুর রহমান।
আইনপেশায় ২০ বছর পূর্ণ করা আইনজীবী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিমের আহ্বানে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় আইনপেশায় ২০ বছর পূর্ণ করা আইনজীবীরা তাদের মতামত প্রদান করেন। সভায় সিদ্ধান্ত নেয়া হয়, আগামী ১৬ অক্টোবর জেলা আইনজীবী সমিতির হলরুমে চুয়াডাঙ্গার সকল আইনজীবীদের নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। তার আগে আইনজীবীদের এক ৱ্যালি শহর প্রদক্ষিণ করবে। এছাড়াও প্রকাশ করা হবে স্যুভেনির।
১৫ আইনজীবীর গতকালের সভায় দুটি উপকমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিমকে অনুষ্ঠান উপকমিটির আহ্বায়ক করা হয়েছে। স্যুভেনির কমিটির আহ্বায়ক করা হয়েছে মানিক আকবরকে।