মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা জাতীয় স্কুল-মাদরাসা ক্রীড়া সমিতির উদ্যোগে ২ দিনব্যাপি জেলা পর্যায়ে ৪৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়মাঠে জেলা শিক্ষা অফিসার আজাহার আলী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র,যাদুখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান টিপুসহ খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় জেলার ৩ উপজেলা চ্যাম্পিয়ন দলগুলো অংশগ্রহণ করে।
এদিকে উদ্বোধনী কাবাডি খেলায় মুজিবনগরের চ্যাম্পিয়ন মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয় ২৪-২১ পয়েন্টে গাংনী উপজেলা চ্যাম্পিয়ন জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিযোগিতায় পর্যায়ক্রমে কাবাডি ছাড়াও সাঁতার, হ্যান্ডবল ও ফুটবল খেলা অনুষ্ঠিত হবে।