দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলার রঘুনাথপুর ইলেভেন স্টার ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টে ২য় রাউন্ডের খেলায় চিৎলা একাদশ জয়ী হয়েছে। গতকাল স্থানীয় স্কুলমাঠে টুর্নামেন্টে চিৎলা একাদশ ও হাতিভাঙ্গা একাদশ মুখোমুখি হয়। খেলায় চিৎলা একাদশ ৩-১ গোলে হাতিভাঙ্গা একাদশকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন বখতিয়ার,সাত্তার ওবিপ্লব।