ছক্কার ছয় কথা

মাথাভাঙ্গা মনিটর: মাদিবস, বাবা দিবস, ভালোবাসা দিবস, চুমু দিবস, প্রস্তাব দিবস- বলতে গেলেবছরের প্রতিটা দিনই কোনো না কোনো দিবস হিসেবে পালিত হয়। সে হিসেবে দেখলে ৩১ আগস্ট ক্রিকেটের ছক্কা দিবস! ভাবছেন কীভাবে?

এখনকার ক্রিকেটেএতো এতো ছক্কা,এতো সব ওভার বাউন্ডারির ফুলঝুড়ি,এসব আগে ভাবাই যেতো না। কথায়বলে কোনও কঠিন জিনিস বাস্তবে রূপ দিতে গেলে সেটা আগে বিশ্বাস করতে হয়, আরআজ থেকে ৪৬ বছর আগে একটি ঘটনা সেই বিশ্বাসটাই এনেছিলো। ঘটনাটি হচ্ছে,এ দিনেছয় বলে ছয়টি ছক্কা হাঁকিয়ে ছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি গ্যারি সোবার্স।

১৯৬৮ সালে এক কাউন্টি ম্যাচেনটিংহ্যামশায়ারের হয়ে স্বীকৃতি ক্রিকেটে প্রথমবার ৬ বলে ৬টি ছক্কাহাঁকিয়েছিলেন গ্যারি সোবার্স। গ্ল্যামারগণের ২৩ বছরের বাঁহাতি পেসারম্যালকম ন্যাশের ওভারে বলে সোবার্সের ৬টি ওভার বাউন্ডারি বার্তা দিয়েছিলো, ‘ইয়েস উই ক্যান’।যেসব ব্যাটসম্যান এক ওভারে ৬টা ওভারবাউন্ডারি হাঁকিয়েছেন তারা হলেন জর্ডন ক্লার্ক (ল্যাঙ্কাশেয়ার, ২০১৩ সালে),যুবরাজ সিং (ভারত,২০০৭ সালে),হারশাল গিবস (দ.আফ্রিকা,২০০৭ সালে),রবিশাস্ত্রী (ভারত,১৯৮৫ সালে), গ্যারি সোবার্স (নটিংহ্যামশায়ার,১৯৬৮ সালে)।