কাদাছোড়াছুড়ি বন্ধ করে জনগণের কথা ভাবুন : মির্জা ফখরুল

 

স্টাফ রিপোর্টার: বিএনপিরভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যকরে বলেন, কাদা ছোড়াছুড়িবন্ধ করে জনগণের সমস্যা নিয়ে ভাবুন। আপনি (প্রধানমন্ত্রী) নোংরা রাজনীতি থেকে বেরিয়ে আসুন। আপনাকে আমরা জনগণেরকল্যাণে কাজ করার আহ্বান জানাচ্ছি।রোববার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনেবিএনপির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিকসংস্থারআয়োজিত চিত্র প্রদর্শনীর উদ্বোধন শেষে মির্জা ফখরুল এ কথাবলেন।শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে খালেদা জিয়া খুনিও বিকৃতমানসিকতার মানুষবলে শেখ হাসিনার দেয়া বক্তব্য প্রত্যাখ্যান করে ফখরুলবলেন,  সরকার নার্ভাস হয়ে পড়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়েঅবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসামাল বক্তব্যই সরকারেরনার্ভাসনেসের পরিচয় দিচ্ছে।প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেমির্জা ফখরুল ইসলাম বলেন, তার বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত তোবটেই, ভয়ংকর। তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রীকে তিনি খুনি বলছেন।প্রধানমন্ত্রীর প্রতি প্রশ্ন রেখে ফখরুল বলেন, সর্বোচ্চ আদালত কোনো নেতাকেরং হেডেডবলেছিলোখালেদা জিয়াকে নয়, শেখ হাসিনাকে।শেখ হাসিনারউদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দয়া করে কাদা ছোড়াছুড়ি বন্ধ করেজনগণের সমস্যা নিয়ে চিন্তা করুন। জনজীবন এখন বিপর্যস্ত হয়ে পড়েছে, এখন ঘরেবাইরে কোথাও মানুষের নিরাপত্তা নেই।মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপিরওপর একের পর আঘাত এসেছে, কিন্তু খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ধ্বংসস্তূপথেকে ফিনিক্স পাখির মতে ঘুরে দাঁড়িয়েছে। তিনি দলীয় নেতাকর্মীদের এ সরকারেরবিরুদ্ধে চলমান আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।