স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তিন দশক পেরিয়ে আজ সোমবার ৩৬তমপ্রতিষ্ঠা দিবস পালন করছে। ১৯৭৮ সালের পয়লা সেপ্টেম্বর মরহুম প্রেসিডেন্টজিয়াউর রহমান এ দল গঠন করেন। ৩৪ বছরে সংঘাত-বিক্ষোভ, জনপ্রিয়তা আর চড়াই-উত্রাইয়ের পথপরিক্রমায় বিএনপি আজ দেশের অন্যতম রাজনৈতিক দল।
বাংলাদেশের ৩৪ বছরের কালযাত্রায় বিএনপি দেশ শাসন করেছে ১৮ বছর। সর্বশেষ২০০১ সালের ১ অক্টোবর জাতীয় নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটদু-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসে। তৃতীয়বারের মতোপ্রধানমন্ত্রী হন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সর্বশেষ পাঁচ বছরেরদায়িত্ব পালন শেষে ২০০৬ সালের অক্টোবরে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতাছেড়ে দেন।
১/১১’র পটবদলের পর বিএনপিকে কিছু প্রতিকূলপরিস্থিতির মধ্যে পড়তে হয়। কারাগারে নিক্ষিপ্ত হন দলের নেত্রী বেগম খালেদাজিয়া ও তারেক রহমান। প্রায় পঙ্গু করে দেয়া হয় তারেক রহমানকে। ২০০৮’র এইমাসে জামিনে মুক্তি পান বেগম জিয়া ও তারেক রহমান। গুরুতরভাবে অসুস্থ তারেকএখন লন্ডনে অবস্থান করছেন। গত নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। রাজপথে হঠাতআগুনের ফুলকি হয়ে ওঠা আবার ম্রিয়মাণ হয়ে যাওয়া আন্দোলনে এখন এই দল। এইপরিস্থিতির মধ্যে বিএনপি আজ তার ৩৬তম প্রতিষ্ঠা দিবস পালন করতে যাচ্ছে।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে দুদিনের কর্মসূচি হাতে নেয়াহয়েছে।
৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একবাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ১৯৭৮ সালের এই দিনেজিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। বাকশালীএকদলীয় দুঃশাসনের জের ধরে সেসময়ে দেশে বিরাজমান চরম জাতীয় সংকটের কারণে যেরাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছিলো তা পূরণ করতে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রপুনঃপ্রবর্তন এবং এর ধারাবাহিকতা বজায় রাখতে রাজনৈতিক দল হিসেবে বিএনপিগুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।