দর্শনা জয়নগর সীমান্তে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক
দর্শনা অফিস: দর্শনা জয়নগর সীমান্তে-বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে বাংলাদেশ থেকে পাচারকৃত যুবতীকে ফেরত দিয়েছে বিএসএফ। বান্দরবন জেলার আলিকদম উপজেলার আলিকদম গ্রামের মুফাজ্জেল আহম্মেদের মেয়ে নাজমা খাতুন (২২) বছর দুয়েক আগে চট্টগ্রাম জেলার চান্দ্রনাইস উপজেলার পূর্বধোপাছড়ি গ্রামের বড়বোন হারিসা খাতুনের বাড়িতে বসবাস করতো। বছর দুয়েক আগে বোনের সাথে অভিমান করে বাড়ি থেকে হয়ে পড়ে পাচারকারীচক্রের হাতে। টেকনাফ এলাকার হালিমা বেগম ও ইসলাম নামের দু পাচারকারী চাকরির কথা বলে নাজমাকে ভারতে পাচার করে দেয়। ভারতের পুরোনে দিল্লির কমলা মার্কেটে ৭০ হাজার টাকায় বিক্রি করা হয় নাজমাকে। কয়েকদিন আগে নাজমা ওই পল্লি থেকে পালিয়ে এসে নিউদিল্লি পুলিশের হাতে ধরা পড়ে। পুলিশ নাজমাকে সোপর্দ করে নিউদিল্লি নারী নিকেতন নির্মল ছায়ায়। সেখান থেকেই নাজমাকে দেশে ফেরতের প্রক্রিয়া শুরু করা হয়। গতকাল রোববার দুপুর ১টার দিকে দর্শনা জয়নগর সীমান্তের ৭৬ নং মেন পিলারের নিকট বিজিবি-বিএসএফ’র কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে নাজমাকে ফেরত দেয় বিএসএফ। এ সময় উপস্থিত ছিলেন-দর্শনা বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার মহাসীন আলী খান, দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ এসআই মাহবুবুর রহমান, বিএসএফর পক্ষে ছিলেনগেদে কোম্পানি কমান্ডার পিএস থাপা, ইমিগ্রেশন অফিসার সঞ্জয় গুহ প্রমুখ। বিজিবি নাজমাকে দর্শনা জয়নগর ইমিগ্রেশন পুলিশে সোপর্দ করেছে। ইমিগ্রেশন পুলিশ নাজমাকে সোপর্দ করেছে দামুড়হুদা থানা পুলিশের হাতে। থানা পুলিশ নাজমাকে আপন ঠিকানায় পৌঁছানের প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছেন এসআই মাহবুবুর রহমান।