মাথাভাঙ্গা মনিটর:স্পেনের লা লিগা ড্র দিয়ে শুরু করা আতলেতিকোমাদ্রিদ দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে। মারিও মানজুকিচ ও মিরান্দার গোলে নবাগতএবারের বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়নদের জয়টি ২-১ ব্যবধানে।গত শনিবার নিজেদের মাঠে ম্যাচের ১১তম মিনিটেই এগিয়ে যায় আতলেতিকো। দলকে এগিয়ে দেয়া গোলটি করেন ব্রাজিলের ডিফেন্ডার মিরান্দা।২৫তমমিনিটে স্কোর শিটে নাম লেখান বায়ার্ন মিউনিখ থেকে এ মরসুমেই আতলেতিকোতেযোগ দেয়া মানজুকিচ। ক্রোয়েশিয়ার এ ফরোয়ার্ড দলকে এগিয়ে দেয়া গোলটি করে আটগজ দূর থেকে নেয়া দারুণ এক হেডে।৮ মিনিট পর ব্যবধান কমায় এবার। শেষ পর্যন্ত অবশ্য চ্যাম্পিয়নদের কোনো অঘটন উপহার দিতে পারেনি তারা।নিজেদেরমাঠে লিগে মরসুমের প্রথম জয়টি শিষ্যদের সাথে মাঠে বসে উদযাপন করতেপারেননি আতলেতিকোর কোচ দিয়েগো সিমেওনে।আর্জেন্টিনার সাবেক এ মিডফিল্ডার ৮ম্যাচের নিষেধাজ্ঞার কারণে মাঠে থাকতে পারছেন না।