কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ৮ নভেম্বর

 

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১৫শিক্ষাবর্ষের প্রথম বর্ষে (লেভেল-১ সেমিস্টার-১) ভর্তি পরীক্ষা আগামী ৮নভেম্বর। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকে জানা গেছেভর্তির আবেদন করা যাবে ১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

ভর্তিরজন্য ২০১১ বা ২০১২ সালে এসএসসি/সমমান এবং ২০১৩/২০১৪ সালে এইচএসসি/সমমানেরপরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান ফলাফলের ভিত্তিতে আবেদনকৃত শিক্ষার্থীদেরমধ্যে মোট আসন সংখ্যার অনধিক ১০ গুণ প্রার্থীকে লিখিত পরীক্ষার সুযোগ দেয়াহবে। এবার আসন সংখ্যা ২০০ বৃদ্ধি করে মোট এক হাজার ২০০ করা হয়েছে।প্রার্থীদের বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ করতে হবে এবং ফিবাবদ ৬০০ টাকা ডাচ-বাংলা লিমিটেডের মোবাইল ব্যাংকিঙের মাধ্যমে প্রদানকরতে হবে। ভর্তি পরীক্ষার যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.bau.edu.bd) এবং ০১৭৯৯৪৯৮০০০ মোবাইল নম্বরে পাওয়া যাবে।