কোটচাঁদপুরে পানিতে ডুবে শিশুকন্যার মৃত্যু

 

কোটচাঁদপুর প্রতিনিধি:কোটচাঁদপুরে লামিয়া নামে এক বছরের শিশুকন্যা পানিতে ডুবে মারা গেছে। উপজেলার ফুলবাড়ী গ্রামের নাজমুল হোসেনের স্ত্রী তার শিশুকন্যা লামিয়াকে গতকাল শনিবার দুপুরে বসতঘরের বারান্দায় রেখে গৃহস্থালির কাজ করছিলেন। কিছুক্ষণ পর শিশুটিকে বারান্দায় না দেখতে পেয়ে তাকে খোঁজ করতে থাকেন, পরে বাড়ির পাশে পুকুরে নেমে খোঁজ করে তার লাশ পাওয়া যায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।