হাতে বোমা কোমরে চাকু থাকলে সেই মিছিল মিটিং বন্ধের জন্য প্রশাসনিকভাবে প্রতিরোধ করবো : ইনু ছবি আছে

 

 

কুষ্টিয়া প্রতিনিধি:জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন,শেখ হাসিনার নেতৃত্বে মহাজোটের সরকার ৫ জানুয়ারি নির্বাচনের মধ্যদিয়ে এ সরকার গঠন করে এবং এটা সাংবিধানিকভাবেনির্বাচিত ও গণতান্ত্রিকভাবে বৈধ সরকার।যারা সাংবিধানিক পথ ও নির্বাচনী পথ পরিহার করে নির্বাচনের আগেই অবৈধভাবে একটা সরকার গঠনের চক্রান্ত করেছিলো তারা রাজনীতির জন্যে গণতন্ত্রের জন্যে অনুপযোগী। বেগম খালেদা জিয়া বিএনপি এবং তার শরিকদের ইচ্ছা-অনিচ্ছার ওপরে মহাজোট সরকারের ক্ষমতায় থাকা নির্ভর করে না। আমাদের ক্ষমতায় থাকা বা না থাকা নির্ভর করছে জনগণের ওপরে। সুতরাং তারা নিয়মতান্ত্রিকভাবে সারাদেশে আন্দোলন করতে পারেন,মিছিল-মিটিং সভা-সমাবেশ করতে পারেন। তবে হাতে বোমা কোমরে চাকু থাকলে সেই মিছিল-মিটিং বন্ধের জন্য আমরা প্রশাসনিকভাবে প্রতিরোধ করবো।

হাসানুল হক ইনু গতকাল শুক্রবার সকাল ৯টায় কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।তিনি আরও বলেন,বেগম খালেদা জিয়া এবং তার স্বামী জেনারেল জিয়াউর রহমানের খুনিদের রক্ষা করার ইতিহাস আছে,খুনিদের আড়াল করার ইতিহাস ও খুনিদের নিয়ে রাজনীতি করার ইতিহাস আছে।এসময় কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন,সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন,জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন,পুলিশ সুপার প্রলয় চিসিমসহ স্থানীয় জাসদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিভিন্ন উন্নয়মূলক কাজের উদ্বোধন অনুষ্ঠানে যোগদেন।