দর্শনায় সাম্যবাদীদলের কর্মী সমাবেশে সাবেক শিল্পমন্ত্রী কমরেড দীলিপ বড়ুয়া

 

 

মানুষের নিরাপত্তা ও সমধিকার আদায় আন্দোলনে সামিল হোন

দর্শনা অফিস: ‘সামরাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ধ্বংশ হোক, জামায়াত-শিবির রাজনীতি নিষিদ্ধ করো’ এ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলা সাম্যবাদীদলের আয়োজনে দর্শনায় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা-মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদাহ জেলা সাম্যবাদীদলের নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যেগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক শিল্পমন্ত্রীবাংলাদেশ সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া বলেন, সাম্প্রদায়িকতা মানবতার শত্রু। এদের রুখতে হবে। ১৯৭১ সালে যারা স্বাধীনতার বিরোধীতা করেছিলো, সেই জামায়াত শিবির আবারো মাথা চারা দিয়ে ওঠার পাঁয়তারা করছে। এদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তাই আসুন মানুষের নিরাপত্তা ও সমধিকার আদায় আন্দোলনে সামিল হই। চুয়াডাঙ্গা জেলা সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাবেক কেরুজ শ্রমিক নেতা হাজি সহিদুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেনকেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো কমরেড লুতফর রহমান, ধীরেন সিংহ, সাম্যবাদ দলের নেতা কমরেড বাবলু, রবজেল মোল্লা, কায়েশ আলী, আ. মান্নান, আলমগীর হোসেন প্রমুখ।