রোহিতের চোটে মুরালির উড়াল

মাথাভাঙ্গা মনিটর: ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি ম্যাচ আরটি-টোয়েন্টি খেলতে আবার ভারত থেকে উড়াল দিতে হলো মুরালি বিজয়কে। চোট রোহিতশর্মাকে ছিটকে ফেলায় ভারতের নির্বাচকরা দলে ডেকেছেন টেস্ট সিরিজ শেষে দেশেফিরে যাওয়া এই উদ্বোধনী ব্যাটসম্যানকে।আগামী শনিবার তৃতীয় ওয়ানডেতে খেলারসম্ভাবনাও আছে মুরালি বিজয়ের।টেস্ট সিরিজ হেরে গেলেও ওয়ানডেতে ঘুরে দাঁড়ায়ভারত। প্রথম ম্যাচ বৃষ্টিতে পণ্ড হওয়ার পর দ্বিতীয় ওয়ানডেতে ডাকওয়ার্থ ও লুইসপদ্ধতিতে ১৩৩ রানে জয় পায় মহেন্দ্র সিং ধোনির দল। ৫ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়েআছে তারা।২০১৩ সাল থেকে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে খেলা রোহিতটেস্ট ক্রিকেট নিজেকে সেভাবে প্রতিষ্ঠিত করতে পারেননি। আর টেস্ট ক্রিকেটে ভারতেরইনিংস উদ্বোধনের দায়িত্ব সামলানো মুরালি বিজয় আবার এক দিনের ক্রিকেটে সুবিধা করেউঠতে পারছেন না।রোহিতের চোট তার ডান হাতের মধ্যমায়। এর আগে ২০১১ সালেইংল্যান্ড সফরেও ডান হাতের আঙুলে চোট পেয়ে দেশে ফিরে যেতে হয়েছিল তাকে।