খবর:(ঢাকার মগবাজারে বাসায় গুলি করে তিনজনকে খুন)
বাইরে যেতে ভীষণ রকম ভয়
ঘরে শুয়েও কেউ নিরাপদ নয়
রাস্তা-ঘাটে যখন তখন খুন
কাঁচা বাঁশে লাগলো নাকি ঘুণ।
পুলিশ শুধু জোগাড় করে লাশ
হয় না কোনো খুনির কথা ফাঁস
নওলা রাঘব মার্কা মারা কীট
ওরা সবাই পীরের কাছে ফিট।
পীর বাবাজির পড়া পানি খাও
থাকবে নাতো ঝামেলা একটাও
মুরিদ হলেই পেয়ে যাবেন পার
ঝুট ঝামেলা থাকবে নাতো আর।
-আহাদ আলী মোল্লা