আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাজার জামে মসজিদের নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

 

 

হাটবোলি প্রতিনিধি:গতকাল শুক্রবার সকাল ৯টায় আলমডাঙ্গারঐতিহ্যবাহী হাটবোয়ালিয়া বাজার জামে মসজিদের সম্প্রসারণে নতুন ভবনেরনির্মাণ কাজ শুরু হয়েছে। হাটবোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তনপ্রধান শিক্ষক মনোয়ারুল হুদার সার্বিক তত্ত্বাবধানে  উপস্থিত ছিলেনজেলা আ.লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পদক কাওছার আহমেদ বাবলু, আলমডাঙ্গাউপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকহাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকাবিদ্যালয় প্রধান শিক্ষক ইয়কুব আলি, ভাংবাড়িয়া ইউনিয়ন আ.লীগের সভাপতিআশাবুল হক ঠাণ্ডু, ভাংবাড়িয়া ইউপি চেয়রম্যান সানোয়র হোসেন লাড্ডু, মুক্তিযোদ্ধা শৈয়ব উদ্দিন, আ.কাদের, আ.লীগ নেতা জিনারুল ইসলাম বিশ্বাস, মহাম্মদ মণ্ডল,কালু জোয়ার্দ্দার,ফজলুল হক,ইউনিয়ন যুবলীগ সভাপতি আজাদ আলীবিশ্বাস, নান্নু বিশ্বাস,আলমডাঙ্গা উপজেলা জামায়তের আমির ডা. আহমেদজালাল,বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম, ওয়ালিউল হুদা, নাসির উদ্দিন, ইকলাছ উদ্দিনসহ হাটবোয়ালিয়া বাজারের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ।