ঠাকুরগাঁওয়েপানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু

 

স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁওশহরের অদূরে জগন্নাথপুর বাহাদুর পাড়া ও কালিতলা গ্রামে পানিতে ডুবে একইপরিবারের ২ভাইসহ ৫ শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- রিফাদ (১০), ফাহিদ (৯), নূপুর (৯) ও লতিফুর (১০)। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।নিহতদের সকলে সিংঙ্গিয়া সরকারিপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এদের মধ্যে রিফাদ ও ফাহিদ সহোদর ভাই। দুজনএলাকার এনায়েত হোসেনের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানায়, জগন্নাথপুরবাহাদুরপাড়া এলাকার ৪ শিশু দুপুরের পর স্কুল থেকে বাসায় ফেরার পথে বাড়িরপাশে একটি পুকুরে গোসল করার সময় ডুবে যায়। পরে ওই পুকুরে আরো কয়েকজন শিশুগোসল করতে গেলে ওই শিশুদের লাশ দেখতে পায়। স্থানীয় লোকজন শিশুদের উদ্ধারকরে।জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর লিটন জানান, ঘটনাটি সত্যিমর্মান্তিক। মনের আনন্দে পুকুরে গোসল করতে গিয়ে ৪ শিশুর সলিল সমাধি ঘটেছে।নিহত শিশুদের লাশ উদ্ধার করা হয়েছে।সাতার না জানার কারণে শিশুরা পানিতেডুবে মারা গেছে বলে মন্তব্য করেন চেয়ারম্যান লিটন।ঠাকুরগাঁও থানার ভারপপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যুর কথা স্বীকার করেছেন।এদিকে ঠাকুরগাও রোড এলাকার কালিতলা গ্রামে পানিতে ডুবে আরেকটি শিশু মারা গেছে।