চুয়াডাঙ্গায় ৩৩তম বিসিএস-এ নিয়োগপ্রাপ্ত ৩৪ জনচিকিৎসকের মধ্যে ৩০ জনের যোগদান

 

 

স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গা জেলায় ৩৩তম বিসিএস-এ নিয়োগপ্রাপ্ত ৩০ জন এমবিবিএস চিকিৎসক চার উপজেলায় যোগদান করেছেন। এর মধ্যে আলমডাঙ্গা উপজেলায় সবচেয়ে বেশি, চুয়াডাঙ্গা সদরে সবচেয়ে কম সংখ্যক চিকিৎসক যোগদান করেছেন। তবে৩৪ জন চিকিৎসকের মধ্যে চারজন চিকিৎসক নানা জটিলতার কারণে নির্ধারিত সময় ২৭ আগস্টের মধ্যে যোগদান করেননি।চুয়াডাঙ্গা জেলায় পদায়নকৃত চিকিৎসকের সংখ্যা ৩৪ জন । এর মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় পদায়নকৃত চিকিৎসকের সংখ্যা ২ জন। যোগদানকৃত চিকিৎসকের সংখ্যা ২ জন। আলমডাঙ্গা উপজেলায় পদায়নকৃত চিকিৎসকের সংখ্যা ১৪ জন। এর মধ্যে যোগদানকৃত চিকিৎসকের সংখ্যা ১২ জন। দামুড়হুদা উপজেলায় পদায়নকৃত চিকিৎসকের সংখ্যা ১৩ জন। এর মধ্যে যোগদানকৃত চিকিৎসকের সংখ্যা ১১ জন এবং জীবননগর উপজেলায় পদায়নকৃত চিকিৎসকের সংখ্যা ৫ জন। সকলেই যোগদান করেছেন। তবেউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিভিল সার্জন কার্যালয়ে চিকিৎসকদের নাম ও ঠিকানা না পাঠানোয় বিস্তারিত তথ্য পাওয়া যায়নি ।

গত ২৭ আগস্ট চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় থেকে খুলনার স্বাস্থ্য বিভাগীয় পরিচালকের কাছে ৩০জন চিকিৎসকের যোগদানের বিষয়টি জানানো হয়েছে। এব্যাপারে জানতে চাইলে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম ৩০ জন চিকিৎসকের যোগদানের বিষয়টি নিশ্চিত করে জানান, বাকী ৪ জন চিকিৎসকের মধ্যে আলমডাঙ্গায় ২ জন বেশী হওয়ায় তাঁরা যোগদান করতে পারেননি । তাঁরা ২ জন ঢাকায় হেড অফিসে ফিরে গেছেন । বাকী ২ জনের কোন খবর পায়নি।