চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি শাহজাহান মুকুল শিক্ষানবিশ আইনজীবীদের সাথে মতবিনিময়সভায় বললেন

 

 

আইনপেশা একটি নোবেল প্রফেশন

স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এমএম শাহজাহান মুকুল বলেছেন, আইনপেশা একটি নোবেল প্রফেশন। এ পেশার মর্যাদা রক্ষায় নবীন আইনজীবীদের দায়িত্ব অনেক। তাই বারের সম্মান রক্ষার বিষয়টি বিবেচনা করতে হবে।গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় শিক্ষানবিশ আইনজীবীদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময়সভায় বারের সভাপতি এমএম শাহজাহান মুকুল এসব কথা বলেন।

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এমএম শাহজাহান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাড. সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম, সহ-সভাপতি অ্যাড. শহিদুল হক, যুগ্ম-সম্পাদক অ্যাড. তালিম হোসেন ও অ্যাড.আহসান আলী।

আইনজীবী সমিতির সভাপতি এমএম শাহজাহান মুকুল তাঁর বক্তব্যে আরো বলেন, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি সুশৃঙ্খল ও ঐতিহ্যবাহী বার। আইনজীবী সমিতি ও আদালত ভবনে শিক্ষানবিশ আইনজীবীদের চলাচলে নিজেদেরকে সংযত রাখা ও সিনিয়র আইনজীবীদের সম্মান করতে হবে। বার কাউন্সিলের লাইসেন্স পাওয়ার আগেই কেউ কেউ গ্রামগঞ্জে নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দেন এবং বাড়ির সামনে সাইনবোর্ড টানিয়ে দিয়েছেন। এটা বার কাউন্সিলের নীতি বিরুদ্ধ কাজ। আইনজীবী হিসেবে কাজ করতে হলে অন্য পেশা ছাড়তে হবে। এছাড়াআইনজীবী সহকারীদের সাথে আচরণের বিষয়টি খেয়াল রাখতে হবে। শিক্ষানবিশ আইনজীবীদের সহযোগিতা ছাড়া বারের সম্মান রক্ষা সম্ভব নয়।

উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতিতে শিক্ষানবীশ আইনজীবী হিসেবে বর্তমানে ২৮ জন প্র্যাকটিস করছেন। এর মধ্যে নারী শিক্ষানবিশ আইনজীবী সদস্য রয়েছেন ৪ জন।