আলমডাঙ্গার পোলবাগুন্দায় ক্ষেতে ছাগল যাওয়ায় দু পক্ষের মারামারি : উভয়পক্ষের আহত ৯

 

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা আলমডাঙ্গার পোলবাগুন্দায় দু পক্ষের মারামারিতে উভয়পক্ষের ৯ জন আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে ধানক্ষেতে যাওয়া ছাগল ধরে পুলিশ ফাঁড়িতে দেয়ায় সংঘর্ষের সূত্রপাত ঘটে। সন্ধ্যায় দু পক্ষ তুমুল মারামারিতে জড়িয়ে পড়ে।

জানা গেছে, পোলবাগুন্দার আজিজ লস্করের বাড়ির অদূরেই রয়েছে ধানক্ষেত। প্রতিবেশীদের ছাগলে ক্ষেত নষ্ট করায় ক্ষেতমালিক অতিষ্ঠ। গতকাল প্রতিবেশী বুরহান ও বাবলুর ছাগল ধানক্ষেতে গেলে ক্ষেতমালিকের লোকজন তাড়িয়ে ধরে। পুলিশে দেয়। এ নিয়ে দু পক্ষের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে শুরু হয় মারামারি। এতে ক্ষেতমালিকপক্ষের কালাম, সেকেন্দার আলী, ছালাম, মজিদ ও রিয়াদ আহত হন। অপরপক্ষের আহত হয়েছেন বুরহান, আব্দুস সাত্তার, হিল্লাল ও হাফিজুল। উভয়পক্ষের আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসাধীন রাখা হয়েছে। আহত কালাম অভিযোগ করে বলেছেন, মারামারির সময় পকেটে থাকা টাকা অপরপক্ষ ছিনিয়ে নিয়েছে। এ অভিযোগ অস্বীকার করে অপরপক্ষ বলেছে, মারামারির সময় জান বাঁচছিলো না, টাকা নেবো কখন?