ঝিনাইদহের বারোবাজারে ট্রেন-বাস দুর্ঘটনায় হতাহতের পরিবারে অর্থ প্রদান

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের বারবাজারে সম্প্রতি ভয়াবহ ট্রেন-বাস দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঝিনাইদহ ইউনিটের উদ্যোগে ফুলহরি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন ঝিনাইদহ-১ আসনের এমপি আব্দুল হাই।ঝিনাইদহ জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম, রেড ক্রিসেন্ট সোসাইটি ঝিনাইদহ ইউনিটের সেক্রেটারি জেএম রশীদুল আলম রশিদ, শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনা ও শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী প্রিন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দুর্ঘটনায়শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামের নিহত অলোক কুমার কুণ্ডু, বিপ্লব কুমার বিশ্বাস, শোভন কুমার দে, সুধির বিশ্বাস, কৌশিক বিশ্বাস, সুজয় কুমার সাহা, কৃষ্ণা বিশ্বাস, বিমল বিশ্বাস, উজ্জ্বল সরকার ও বন্যা বিশ্বাসসহ ১২ পরিবারের প্রত্যেককে তিন হাজার টাকা করে দেয়া হয়। এ সময় আহত মিঠু সাহা, রিপন সাহা, হরিদাস বিশ্বাস, হরেন্দ্র নাথ বিশ্বাসসহ চল্লিশ জনের প্রত্যেককে দুই হাজার টাকা করে দেয়া হয়।

গত ১ আগস্ট কালীগঞ্জ উপজেলার সাকো মথনপুর গ্রামের সুবাস কুমারের মেয়ে স্কুল শিক্ষক জ্যোৎস্না বিশ্বাসের সাথে শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামের সাধন কুমার বিশ্বাসের ছেলে শিক্ষক তাপস কুমার বিশ্বাসের বিয়ে হয়। বিয়ে শেষে ঘটনার দিন ভোরে বরযাত্রীরা বাসযোগে ফেরার পথে বারবাজার ট্রেন লাইন পার হওয়ার সময় খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সাথে সংঘর্ষ হয়। এ ঘটনায় ১২ জন নিহত ও কমপক্ষে ৫০ জন আহত হন।