সালিসে চোরের কাছ থেকেআদায়কৃত টাকা আত্মসাৎ?
স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গা বালিয়াকান্দিতে গ্রাম্য সালিসে চোরের কাছ থেকে আদায়কৃত টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বালিয়াকান্দি গ্রামের আবুল হাশেম সরদার গতকাল মঙ্গলবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে একই গ্রামের মসলেম আলী সরদারের ছেলে জাকির হোসেনের বিরুদ্ধে এ অভিযোগ তোলেন।
লিখিত বক্তব্যে আবুল হাশেম সরদার দাবি করেন, গ্রামের কুচক্রী মহলের প্ররোচণায় চোরের দল গত চারমাস আগে তার ব্যক্তিগত বাগান থেকে একটি নিম ও চারটি ইপিল ইপিল গাছ চুরি করে। চুরির বিষয়ে গ্রাম্য মাতবররা একটি সালিসের আয়োজন করেন এবং আত্মস্বীকৃত চোরদেরকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন। অথচ,সালিসে আবুল হাশেমের পরিবারের কারো ডাকা হয়নি। তাছাড়া জরিমানার টাকা আদায়ের পর জাকির হোসেনের কাছে রাখা হলেও গত চারমাসে তা দেননি।সংবাদ সম্মেলনকালে আবুল হাশেমের স্ত্রী জান্নাতুল আরা লিজনা ও তাদের পক্ষের লোকজন উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে হাশেম সরদার বলেন, আমি ধর্মীয় কাজে মাঝে মাঝেই বাইরে যাই। অনুমান ৪ মাস আগে একই কাজে বাইরে গেলে আমার বাগান থেকে গাছ চুরি হয়। চোর ধরা পড়ে। জরিমানা করা হয়। সেই জরিমানার টাকা আমাকে না দিয়ে অজ্ঞাত কারণে মসলেম সরদারের ছেলে জাকির হোসেনের নিকট দেয়া হয়। সেই টাকা চেয়ে না পেয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করতে বাধ্য হয়েছি। অপরদিকে সংবাদ সম্মেলনের খবর পেয়ে একই গ্রামের মসলেম সরদারের ছেলে জাকির হোসেন লিখিতভাবে বলেছেন, যে গাছ চুরি হয় তা আমাদের জমির। সে কারণেই গ্রাম্য সালিসসভায় মাতবররা আদায়কৃত জরিমানার টাকা আমাদের দিয়েছেন। হাশেম পরবর্তীতে ওই টাকা দাবি করলে মাতবররা জমি মাপজোকের জন্য বলেন। জমি মাপজোকে সাড়া না দিয়ে তিনি সাংবাদ সম্মেলনে বানোয়াট অভিযোগ তুলেছেন।