আলমডাঙ্গার মুন্সিগঞ্জ পশুহাটের যাত্রী ছাউনি দখল করে দোকান নির্মাণ

 

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ পশুহাটে যাত্রীদের জন্য নির্মিত যাত্রী ছাউনি দখল করে দোকানঘর নির্মাণ করা হয়েছে। এলাকায় বিরুপ প্রতিক্রিয়া। একের পর এক অবৈধভাবে দখল হচ্ছে মুন্সিগঞ্জ পশুহাট বাজারের জমি।

জানা গেছে, গতকাল মঙ্গলবার আলমডাঙ্গার মুন্সিগঞ্জ পশুহাটের সরকারি যাত্রী যাউনি দখল করে দোকান ঘর নির্মাণ করছে কৃষ্ণপুর গ্রামের লাল্টু। যাত্রীছাউনি নির্মাণের পরপরেই তিনি যাত্রী ছাউনি সামনে চায়ের দোকান করে। সাধারণ যাত্রীছাউনির মধ্যে ঢুকতে অসুবিধায় পড়তে হয়। বিশেষ করে মহিলাদের পড়তে হয় বিড়াম্বনায়। এখন যাত্রীছাউনি দখল করে সেখানে ভেতরে কাঠের দোকান করে যাত্রীছাউনি দখল করছে। এ ব্যাপারে জেহালা ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল হক রোকন জানান, আমি বিষয়টি শুনেছি এবং আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছে।