বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা বেগমপুর ফাঁড়ি পুলিশ মাদকবিরোধী দুটি অভিযান চালিয়েছে। এ অভিযানে পুলিশ ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। এলাকার মাদক ব্যবসায়ীরা দিয়েছে গা ঢাকা।
জানাগেছে,গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গা সদরের বেগমপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই শিকদার মনিরুল ইসলাম মনির গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান বেগমপুর-ছোটশলুয়া সড়কে। পুলিশ ওই সড়কের বেগমপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে ৪৮ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেন কুষ্টিয়ার ভাদালিয়া গ্রামের নিমাই কাজির ছেলে জমির উদ্দিনকে (৩৮)। পুলিশ জানায়,ফেরিওয়ালা বেশে জমির ফেনসিডিল নিয়ে উথলী থেকে সরোজগঞ্জের দিকে যাচ্ছিলো। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এসআই মনির একই সড়কের বেগমপুর কেরুজ বাণিজ্যিক খামারের সামনে থেকে ২৪ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেন বেগমপুর আকন্দবাড়িয়া আবাসনের আব্দুল সরকারের ছেলে আমিরুল ইসলামকে (৫০)। এ ঘটনায় এসআই মনির বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন।