স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা শহরের দুটি খাবার হোটেলের মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিবুর রহমান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অর্থদণ্ডাদেশ দেন।
দণ্ডিত হোটেল দুটি হলো- চুয়াডাঙ্গা কেদারগঞ্জ বাজারের মোর্তূজা হোটেল ও শহীদ আবুল কাশেম সড়কের ভোজন বিলাস। মোর্তূজা হোটেল মালিককে ৫ হাজার টাকা ও ভোজন বিলাস মালিককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়। জরিমানার টাকা অবশ্য উভয় হোটেল মালিকই পরিশোধ করেছেন।
জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিবুর রহমান চুয়াডাঙ্গা সেনেটারি ইন্সপেক্টর হাসমত আলী ও সদর থানার এএসআই শুকুর আলীসহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় বিশুদ্ধ খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশের আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভোজন বিলাসে বাসিপচা খবার রাখাসহ অস্বাস্থ্যকর পরিবেশে এবং অপরিষ্কার ফ্রিজে খাদ্যদ্রব্য রাখার কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মোর্তূজা হোটেলের পরিবেশ অস্বাস্থ্যকর হওয়ায় হোটেল মালিক হায়দার আলীকে ৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা সাথে সাথে আদায় হয়।