খবর:(পাইকপাড়ার বিল্লাল ও নান্নুসহ দু ছেলের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা)
আপনারা খুব ভালো বান্দা
বোঝেন নাতো ধান্দা ফান্দা
বাপের পরে বাপের খেয়ে
ভুঁড়ি কেবল করেন নান্দা।
মাছ ধরেছো পরের মাছ
তোমরা বাপু কী আলকাচ
লুটিং পাটিং করার সময়
ভাবলে নাতো আগ বা পাছ।
মরার ওপর খাড়ার ঘা
এবার বাবা মছলি খা
তোরা সবাই ভোগিজোগি
জানলো এসব সারা গাঁ।
-আহাদ আলী মোল্লা