খবর:(লাখ লাখ টাকা হাতিয়ে আলমডাঙ্গা ফেনাস অটোর ম্যানেজার মিলন লাপাত্তা)
কী বাবাজি কোথায় গেলে
ফটকাবাজের মুরিদ,
সবার কাছে ছিলো তুমি
ভালো মানুষ সুহৃদ।
তলায় তলায় খোড়ল করে
বাজাও নেচে বগোল,
দিলো তো বেশ দুরন্ত শট
কে ঠেকাবে ও গোল।
গোল দিয়েছো বেশ করেছো
উঠলো ভালোই বাজার,
পারলে ধোলাই খাওয়ার আগে
ফেরত দিবি যা যার।
-আহাদ আলী মোল্লা