গাজায় গুড়িয়ে দিলো ১৩তলা ভবন

মাথাভাঙ্গা মনিটর:গাজায় বিমান হামলা চালিয়ে একটি ১৩ তলা আবাসিক ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা।গত শনিবার দিনের শেষভাগে গাজা শহরের আল জাফর টাওয়ারে হামলা হয় বলে স্থানীয়রাজানায়। ইসরায়েল গাজায় বিমান হামলা চালিয়ে এই প্রথম এতোবড় ভবন ধ্বংস করলো।এদিনগাজার দক্ষিণাঞ্চলীয় রাফা সীমান্ত এলাকায় ছয়তলা একটি আবাসিক ভবন ও একটিবহুতল বিপণীবিতানও ইসরায়েলি সেনারা বিমান হামলা চালিয়ে ধ্বংস করে।রোববারওগাজার বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে সেনাবাহিনী। ধ্বংস করাওইসব ভবন হামাসের কাজে ব্যবহৃত হচ্ছিলো বলে ইসরায়েল দাবি করে।