ঝিনাইদহ অফিস:আজ রোববার ঝিনাইদহের কোটচাঁদপুর এলাঙ্গী ইউনিয়ানের ৮নং ওয়ার্ডের উপনির্বাচন। নির্বাচনে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বী থাকলেও লড়াই হবে ত্রিমুখী। এলাঙ্গী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম আজাদ অপহরণের পর খুন হওয়ায় পদটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাহ আলম, মজনুর রহমান, মশিয়ার রহমান, সবুর খান, আয়ূব বিশ্বাস।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা ফজলুর রহমান জানান, আইনশৃঙ্খলা রক্ষার্থে আমাদের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। যার মধ্যে থাকছে কেন্দ্র পুলিশ, মোবাইল টিম, আনসারও স্ট্রাইকিং ফোর্স। উপজেলা নির্বাহী অফিসার দেবপ্রসাদ পাল বলেন, নির্বাচনে কোনো সমস্যা নেই। ভোট কেন্দ্রে সব সরঞ্জামাদি পৌঁছে গেছে। একজন ম্যাজিস্ট্রেট থাকছেন মোবাইল কোর্ট পরিচালনার জন্য।