লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে আলমডাঙ্গার ভেনাস অটোর ম্যানেজার মিলন লাপাত্তা

 

আলমডাঙ্গা ব্যুরো: লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়েছেন আলমডাঙ্গার ভেনাস অটোর ম্যানেজার চুয়াডাঙ্গা গুলশানপাড়ার মিলন। গত বৃহস্পতিবার দুপুরে তিনি ব্যবসার টাকা আদায় করতে যাওয়ার কথা বলে বের হয়ে নিরুদ্দেশ হন। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় জিডি করা হয়েছে।

জানা গেছে,আলমডাঙ্গা শহরের ভেনাস অটোর ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন চুয়াডাঙ্গা গুলশানপাড়ার মৃত বরকত আলীর ছেলে মিলন (৪০)। গত বৃহস্পতিবার দুপুরে তিনি ব্যবসার টাকা আদায়ের নাম করে বের হন। পরে আর ফেরেননি। তার মোবাইলফোনও বন্ধ করে রেখেছেন। বিষয়টি সন্দেহ হলে ভেনাস অটোর স্বত্বাধিকারী ব্যবসার হিসেব-নিকেশ মেলাতে বসেন। এ সময় ভেনাস অটোর চুয়াডাঙ্গা ম্যানেজার মোটা অংকের টাকার হিসেবে ঘাপলা পান বলে দাবি করেছেন। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় ভেনাস অটো চুয়াডাঙ্গার ম্যানেজার পুরাতন হাসপাতাল পাড়ার মৃত মতলেব আলীর ছেলে আব্দুল মতিন ১টি জিডি করেছেন।