যশোরে পৃথক ঘটনায় নিহত ২

 

 

স্টাফ রিপোর্টার: যশোরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মিন্টু (২৮) নামে এক যুবক খুন হয়েছেন।
অপরদিকে মাদক মামলায় আটক আরমান (৩২) নামের এক হাজতি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল শনিবারবিকেল ৫টার দিকে কোতোয়ালি থানার এসআই সোমেন দাস শহরের কাঁঠালতলারায়পাড়ার ইউনুস আলীর বাড়ি থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে। উদ্ধারকৃত লাশজেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।নিহত মিন্টু ওই একই এলাকার মৃত আবুল হাসেম হাওলাদারের ছেলে।

অপরদিকে, গতকাল সকালে যশোর কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে অসুস্থ হয়ে পড়লে হাজতি আরমানকেহাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালেতার মৃত্যু হয়।মৃত আরমান শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার শুকুর আলীরছেলে। গত ১৮ আগস্ট ফেনসিডিলসহ র‌্যাবের হাতে ধরা পড়েন আরমান। আর সেই মামলায়হাজতে ছিলেন তিনি। তিনি মাদকাসক্ত ছিলেন বলে পরিবারিকসূত্রে জানা গেছে।

নিহতমিন্টুর ভাই আলী হোসেন জানান, শুক্রবার গভীররাতে একই এলাকার বরকত আলীরছেলে বাবু ও আব্দুল বারেকের ছেলে মাসুম তাকে বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে যায়।এরপর আর সে বাড়িতে ফেরেনি। তাকে খোঁজাখুজির এক পর্যায়ে শনিবার বিকেল৫টার দিকে ইউনুস আলীর পরিত্যক্ত বাড়ির ছাদের ওপরে মিন্টুর লাশ পাওয়াযায়। তবে তার মাথার বাম পাশে কয়েকটি ধারালো অস্ত্রের আঘাতের চি‎হ্ন রয়েছে।বাবু ও মাসুমের সাথে মিন্টুর পূর্ব বিরোধ ছিলো। ওই বিরোধের জের ধরে তাকেপরিকল্পিতভাবে এ হত্যা করা হয়েছে বলে জানান তিনি।

কোতোয়ালি থানারভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, নিহত মিন্টু পেশাদার হিসেবেচোর-ছিনতাইকারী হিসেবে পরিচিত। তার প্রতিপক্ষের লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছেবলে ধারণা করা হচ্ছে।